বঞ্চন, বঞ্চনা [ bañcana, bañcanā ] বি. প্রতারণা, শঠতা।
[সং. √ বঞ্চ্ + ণিচ্ + অন, আ]।
বঞ্চক বিণ. বি. বঞ্চনাকারী, প্রতারক, শঠ।
বঞ্চনীয় বিণ. বঞ্চনার যোগ্য।
বঞ্চিত বিণ.
1 প্রতারিত;
2 সুযোগ দেওয়া হয়নি এমন, সুবিবেচনা পায়নি এমন (সুযোগ থেকে বঞ্চিত);
3 অভাবে কাতর (‘বঞ্চিত ক’রে বাচালে মোরে’: ‘কেন বঞ্চিত হব চরণে’: র.সে.);
4 অনধিকারী (ও রসে বঞ্চিত)।
Leave a Reply