বঙ্গ1 [ baṅga1 ] বি. রাং, টিন।
[সং. √ বঙ্গ্ + অ]।
বঙ্গ2 [ baṅga2 ] বি.
1 বর্তমান বাংলা প্রদেশ বা রাজ্য (পশ্চিমবঙ্গ);
2 প্রাচীন পূর্ববঙ্গ।
[সং. √ বঙ্গ্ + অ]।
বঙ্গজ বিণ.
1 বঙ্গ দেশে উত্পন্ন;
2 বঙ্গদেশীয় (বঙ্গজ কায়স্হ)।
☐ বি. বাঙালি কায়স্হদের শ্রেণিবিশেষ।
বঙ্গদেশ বি. বাংলাদেশ।
বঙ্গভঙ্গ বি. 195 সালে বড়োলাট লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ।
বঙ্গভাষা বি. বাংলা ভাষা।
বঙ্গসমাজ বি. বাঙালির সমাজ।
বঙ্গাব্দ বি. 593 খ্রিস্টাব্দ থেকে গণিত বাংলা সাল।
বঙ্গীয় বিণ. বঙ্গদেশসম্বন্ধীয়; বঙ্গদেশে জাত।
Leave a Reply