বগল [ bagala ] বি.
1 বাহুমূল, বাহুমূলের নিম্নদেশ, কক্ষ;
2 পার্শ্ব;
3 সামীপ্য, নৈকট্য।
[ফা. বগল্]।
বগল দাবা বিণ.
1 বগলে চেপে ধরা বা চেপে রাখা হয়েছে এমন;
2 (আল.) বাগানো হয়েছে এমন, আত্মসাত্ (বইখানা বগলদাবা করেছে);
3 গোপনে অপহৃত।
বগল বাজানো ক্রি. বি.
1 আনন্দ প্রকাশের জন্য বগলে করতল চেপে শব্দ করা;
2 (অশি.) জয়োল্লাস বা উল্লাস প্রকাশ করা।
Leave a Reply