বখা [ bakhā ] ক্রি.
1 কুসংসর্গে নষ্ট হওয়া, বয়ে যাওয়া, দুশ্চরিত্র হওয়া (ছেলেটা একেবারেই বখে গেছে);
2 বখানো।
☐ বি. উক্ত উভয় অর্থে।
☐ বিণ.
1 বখে গেছে এমন (বখা ছেলের সঙ্গে মিশতে দিয়ো না);
2 বাচাল, ফাজিল।
[সং. বহ্ + বাং. আ; অথবা সং. √ বচ্ + বাং. আ]।
বখাট, বখাটে বিণ. বখে গেছে এমন।
বখানো ক্রি. বি. বখাটে করা (তুমিই ছেলেটাকে বখিয়েছ)।
☐ বিণ. উক্ত অর্থে।
বখামি, বখামো বি. বখা লোকের আচরণ বা ভাব; ফাজলামি; বাচালতা।
Leave a Reply