ফোঁটা [ phōn̐ṭā ] বি.
1 তিলক, টিপ (চন্দনের ফোঁটা, ভাইফোঁটা);
2 বিন্দুবত্ তরল পদার্থ (রক্তের ফোঁটা, বৃষ্টির ফোঁটা);
3 বিন্দুর মতো চিহ্ন;
4 তাসের চিহ্ন (তাসের ফোঁটা)।
☐ বিণ. অতি ক্ষুদ্র (এক ফোঁটা ছেলে); অতি সামান্য অংশ (এক ফোঁটা ভাতও নেই)।
[সং. √ স্ফুট্]।
Leave a Reply