ফেরি1 [ phēri1 ] বি. পথে পথে ঘুরে পণ্যবিক্রয় (খেলনা ফেরি করে)।
[হি. ফেরী]।
ফেরিওয়ালা বি. যে ফেরি করে।
ফেরি2 [ phēri2 ] বি. খেয়া পারাপার।
[ইং. ferry]।
ফেরিঘাট বি. যে ঘাট থেকে নদী খাল ইত্যাদি পারাপার হয়।
ফেরিনৌকা বি. যে নৌকাযাত্রী ও মালপত্র নির্দিষ্ট ভাড়ায় পারাপার করে।
Leave a Reply