ফুরা [ phurā ] ক্রি. ফুরানো।
[সং. পূরি]।
ফুরানো ক্রি. বি.
1 শেষ বা অবসান হওয়া (দিন ফুরানো);
2 সমাপ্ত হওয়া (গল্প ফুরানো);
3 ব্যয়িত বা নিঃশেষ হওয়া (টাকা ফুরানো);
4 ফুরন করা, ঠিকে চুক্তি করা (মজুরি ফুরানো)।
ফুরিয়ে যাওয়া ক্রি. বি. ফুরানো।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply