ফুটানো ক্রি. বি.
1 প্রস্ফুটিত করা;
2 প্রথম উন্মীলিত করা;
3 ধ্বনিত করা;
4 আগুনের তাপে জ্বাল দেওয়া, ফুট ধরানো বা সিদ্ধ করা;
5 অভিব্যক্ত করা, পরিস্ফুট করা (উপন্যাসে চরিত্র ফুটিয়ে তোলা);
6 বিদ্ধ করা;
7 দেওয়াল ভেঙে দরজা-জানলা তৈরি করা (দরজা ফোটানো);
8 ফুটো করা (হাঁড়িটাকে ফুটিয়ে ফেললে)।
☐ বিণ. উক্ত সব অর্থে (ফোটা ফুল, না ফোটা ডাল; আ-ফোটা কথা)।
Leave a Reply