ফুট ফুট1 [ phuṭa phuṭa1 ] বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। দ্র ফুট3।
ফুট ফুট2 [ phuṭa phuṭa2 ] বি. স্বচ্ছতা উজ্জ্বলতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (জ্যোত্স্না ফুট ফুট করছে)। [সং. স্ফুট্]।
ফুট-ফুটে বিণ. 1 অত্যন্ত স্বচ্ছ বা উজ্জ্বল; 2 ধবধবে (ফুটফুটে জ্যোত্স্না); 3 ফরসা ও সুশ্রী (‘মুখখানি তার ফুটফুটে’: স. দ.)।
Leave a Reply