ফুঁকা, ফোঁকা [ phun̐kā, phōn̐kā ] ক্রি. বি.
1 ফুঁ দেওয়া;
2 ফুঁ দিয়ে বাজানো (শিঙা ফোঁকা, বাঁশি ফোঁকা);
3 (ঈষত্ মন্দার্থে) ধূমপান করা (সিগারেট ফোঁকা);
4 অপব্যয় করা, বাজে খরচ করে উড়ানো (এতগুলো টাকা ফুঁকে দিলে?)।
[হি. √ ফুঁক < ফুক্কা < সং. ফুত্কার]।
Leave a Reply