ফিক1 [ phika1 ] বি. পেশিসংকোচনজনিত হঠাত্ বেদনা, স্নায়ুর আকস্মিক আক্ষেপ এবং তজ্জনিত বেদনা (ফিক ব্যথা, ফিক ধরা)।
[দেশি-তু. সং. স্ফিক (কোমরের মাংসপিণ্ড)]।
ফিক2 [ phika2 ] বি. দাঁত বার করে অনুচ্চ বা মৃদু হাসি (ফিক করে হেসে ফেলল)।
[তু. সং. ফক্ক্ (ধীরগতি)]।
ফিকফিক বি. ক্রমাগত ফিক করে হাসি।
Leave a Reply