ফাঁপা [ phām̐pā ] বি. ক্রি.
1 স্ফীত হওয়া, ফুলে বা বেড়ে ওঠা (পেট ফাঁপা);
2 অপ্রত্যাশিতভাবে সমৃদ্ধি হওয়া (লোকটা অল্পদিনের মধ্যেই ফেঁপে উঠেছে);
3 ফাঁপানো।
☐ বিণ.
1 স্ফীত (ফাঁপা পেট);
2 শূন্যগর্ভ, অন্তঃসারশূন্য (ফাঁপা বালা);
3 বায়ুপূর্ণ।
[প্রাকৃ. √ ফংফ > বাং. ফাঁপ + আ]।
ফাঁপানো ক্রি. বি.
1 ফাঁপিয়ে তোলা, স্ফীত করা, ফুলানো;
2 অতিরিক্ত প্রশংসা করে গর্বিত বা অহংকৃত করা (ছেলেটাকে তোমরাই ফাঁপিয়ে তুলেছ);
3 বায়ুপূর্ণ করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
Leave a Reply