ফাঁকি [ phān̐ki ] বি.
1 বঞ্চনা, ছলনা, প্রতারণা (চালাকি করতে গিয়ে সে নিজেই ফাঁকিতে পড়েছে);
2 ধাপ্পা, ধোঁকা (তাকে ফাঁকি দিয়ে কাজ হাসিল করতে চায়);
3 কর্তব্যে অবহেলা (কাজে ফাঁকি দেওয়া তাঁর স্বভাববিরুদ্ধ);
4 কূটতর্ক (ন্যায়ের ফাঁকি);
5 গুঁড়ো, সূক্ষ্ম চূর্ণ।
[মুণ্ডা. ফাঙ্ক > বাং. ফাঁক + ই-তু. সং. ফক্কিকা]।
ফাঁকিবাজ বিণ. ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু।
ফাঁকিবাজি বি. ফাঁকিবাজের আচরণ; প্রবঞ্চনা; কাজে অবহেলা।
Leave a Reply