ফাঁকা [ phān̐kā ] বিণ.
1 খোলা, উন্মুক্ত, অনাবৃত (ফাঁকা মাঠ);
2 জনহীন, নির্জন (ফাঁকা বাড়ি; ফাঁকা রাস্তা);
3 শূন্য, খালি (ফাঁকা পকেট, ফাঁকা হাত);
4 অসার, ভিত্তিহীন, মিথ্যা (ফাঁকা কথা, ফাঁকা আওয়াজ)।
☐ বি.
1 বন্দুকে গুলি না ভরে ছুড়লে কেবল বারুদের জন্য যে আওয়াজ হয়;
2 (আল.) বৃথা আস্ফালন, মিথ্যা ভয়প্রদর্শন।
ফাঁকা-ফাঁকা বিণ. প্রায় নির্জন, শূন্য প্রায়; একাকী (তারা চলে যাওয়ায় বাড়িটা ফাঁকা-ফাঁকা লাগছে)।
Leave a Reply