ফাঁক [ phān̐ka ] বি.
1 তফাত, ব্যবধান (দুই বাড়ির মাঝখানের ফাঁক);
2 ছিদ্র, ফাটল (দরজার ফাঁক);
3 ফাঁকা জায়গা (ফাঁকে বেড়ানো);
4 অবসর (কাজের ফাঁকে);
5 সুযোগসুবিধা (এই ফাঁকে পালাল, ফাংক পেলেই পালাবে);
6 বাদ (আমিই ফাঁক পড়লাম);
7 দো, ত্রুটি (তার কাজের ফাঁক পাবে না);
8 শূন্য, লুঠ (তহবিল ফাঁক করা);
9 সংগীতের মাত্রাবিশেষ (তিন তাল এক ফাঁক)।
☐ বিণ.
1 পৃথক, তফাত;
2 ফাঁকযুক্ত (ঠোঁট ফাঁক হয়ে আছে);
3 নিঃশেষ (তহবিল ফাঁক হয়ে গেছে)।
[মুণ্ডা. ফাঙ্ক (=খোলা জায়গা)]।
ফাঁকতাল বি. হঠাত্ পাওয়া সুযোগ (ফাঁকতালে কাজ গোছানো)।
ফাঁক-ফাঁক বিণ. পরস্পর থেকে তফাতে অবস্হিত (ফাঁক-ফাঁক হয়ে দাঁড়ানো)।
ফাঁকফোকর বি.
1 ফাটল বা ছিদ্র (ফাঁকফোকরে বিছে আছে;
2 সুযোগ (লোকটা সবসময় ফাঁকফোকর খোঁজে)।
ফাঁকে ফাঁকে ক্রি-বিণ.
1 আড়ালে আড়ালে;
2 এড়িয়ে এড়িয়ে;
3 কাজের মাঝে মাঝে।
Leave a Reply