ফল [ phala ] বি.
1 বৃক্ষলতাদি উদ্ভিদের শস্য বা বীজাধার (জামফল, আম্রফল);
2 উত্পন্ন বস্তু (ক্রোধের ফল, মিলনের ফল);
3 লাভ, উপকার (‘কি ফল লভিনু হায়’: মধু; ফলের আশা না রেখে কাজ করা);
4 পরিণাম, পরিণতি (কর্মফল, অধ্যবসায়ের ফলে কার্যসিদ্ধি);
5 নির্ধারিত সিদ্ধান্ত বা সম্ভাবনা (জ্যোতিষগণনার ফল);
6 রায়, মীমাংসা (মামলার ফল, খেলার ফল);
7 কার্যসিদ্ধি (চেষ্টায় ফললাভ হবেই);
8 পুরস্কার বা শাস্তি, প্রতিফল।
[সং. ফল্ + অ]।
ফলকথা বি.
1 মোটকথা, সারকথা;
2 শেষকথা।
ফলকর1 বি.
1 বৃক্ষাদির ফল উপভোগের জন্য দেয় কর;
2 ফলের বাগান বা খেত।
ফলকর2 বিণ.
1 ফল ধরে এমন, ফলবান (ফলকর গাছ);
2 উপকারী, সুফলদায়ক (ফলকর পথ্য, ফলকর অভ্যাস)।
ফলত (বর্জি.) ফলতঃ (-তস্), ফলে ক্রি-বিণ. মোটের উপর; পরিণামে; বস্তুত।
ফলদ, ফলদায়ক, ফলদায়ী (-য়িন্), ফলপ্রদ, ফলপ্রসূ বিণ. ফল দেয় এমন; উপকারী; সিদ্ধিদায়ক।
ফলদর্শী (-র্শিন্) বিণ. পরিণামদর্শী, বিবেচক।
ফলন্ত বিণ. ফলবান, ফল ধরেছে এমন।
ফলপাকড় বি. নানাবিধ ফল ও মূল।
ফলপাকন্ত বিণ. ফল পাকলে মেরে যায় এমন (ফলপাকান্ত গাছ)।
ফলপ্রাপ্তি বি. কর্মে সিদ্ধিলাভ।
ফলবান (-বত্), ফলশালী (-লিন্) বিণ.
1 ফলপূর্ণ;
2 সফল, কৃতকার্য।
স্ত্রী. ফলবতী, ফলশালিনী।
ফলভাগী (-গিন্) বিণ. কোনো কাজের পরিণাম বা তার অংশ যার ভোগ করতে হয় (পাপের ফলভাগী)।
স্ত্রী. ফলভাগিনী।
ফলভোগ বি. কৃতকর্মজনিত ভালোমন্দ অবস্হাপ্রাপ্তি, কৃতকর্মের ফলে ভালোমন্দ বা সুখদুঃখ ভোগ।
ফলমূল বি. নানাবিধ ফল ও মূল, ফলপাকড়।
ফললাভ বি. ফল পাওয়া।
ফলশালী দ্র ফলবান।
ফলশ্রুতি বি.
1 কর্মের বা পুণ্যকর্মের ফল বর্ণনা ও তা শ্রবণ;
2 (বাং.) পরিণাম, ফলাফল, তাত্পর্য।
Leave a Reply