ফরফর [ phara-phara ] বি.
1 পাতলা জিনিস হাওয়ায় ওড়ার শব্দ (পতাকা ফরফর করে, ঘুড়ি ফরফর করে ওড়ে);
2 ক্ষুদ্র প্রাণীর ক্রমাগত নড়াচড়ার ভাব বা শব্দ (পুঁটিমাছ ফরফর করছে, ফড়িং ফরফর করছে)।
[ধ্বন্যা.]।
ফরফরানি বি. ফরফর করার ভাব।
ফরফরে বিণ. ফরফর করে এমন; চঞ্চল।
তু. ফড়ফড়।
Leave a Reply