প্রোষিত [ prōṣita ] বিণ. বিদেশগত, প্রবাসী।
[সং. প্র + √ বস্ + ত]।
প্রোষিতভর্তৃকা বি. যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে।
প্রোষিতপত্নীক, প্রোষিতভার্য বি. যে স্বামীর পত্নী প্রবাসে বা বিদেশ আছে।
প্রোষিতা বিণ. (স্ত্রী.) বিদেশগতা, প্রবাসিনী (‘মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্র প্রায়’: সু. দ.)।
Leave a Reply