প্রেষণ, প্রেষণা [ prēṣaṇa, prēṣaṇā ] বি.
1 প্রেরণা, প্রবর্তনা;
2 মন্ত্রাদিদ্বারা আনুষ্ঠানিকভাবে প্রবর্তন বা নিয়োগ।
[সং. √ প্র + ইষ্ + ণিচ্ + অন]।
প্রেষক বিণ. প্রেষণকারী; প্রেরক।
স্ত্রী. প্রেষিকা।
প্রেষণী (প্রা. কা.) বি. দাসী; দূতী। প্রেষণীয় বিণ. প্রেষণের যোগ্য।
প্রেষিত বিণ. প্রেষণ করা হয়েছে এমন; প্রেরিত; প্রেরণাপ্রাপ্ত; নিয়োজিত।
স্ত্রী. প্রেষিতা।
প্রেষ্য, প্রৈষ্য বিণ.
1 প্রেষণীয়;
2 পাঠাবার যোগ্য।
☐ বি. 1 দাস, ভৃত্য; 2 দূত।
প্রেষ্যা বি. (স্ত্রী.) দাসী।
Leave a Reply