প্রেম [ prēma ] বি.
1 ভালোবাসা, প্রণয়, অনুরাগ (‘প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে’: রবীন্দ্র);
2 প্রীতি, স্নেহ (‘যদি প্রেম দিলে না প্রাণে’: রবীন্দ্র);
3 ভক্তি (ভগবত্প্রেম, দেশপ্রেম)।
[সং. প্রিয় + ইমন্]।
প্রেমপত্র বি. প্রণয়ী বা প্রণয়িনীর চিঠি।
প্রেমপাত্র বি. ভালোবাসার জন বা ভালোবাসার পাত্র।
প্রেমবান বিণ. প্রেমময়।
স্ত্রী. প্রেমবতী।
প্রেমানন্দ বি.
1 পাঁচ প্রকার আনন্দের অন্যতম;
2 ভালোবাসা-জনিত আনন্দ।
প্রেমাবতার বি. জীবে প্রেমের অবতার চৈতন্যদেব।
প্রেমিক বিণ. বি. যে ভালোবাসে, অনুরাগী; প্রণয়ী; ভক্ত (দেশপ্রেমিক)।
স্ত্রী. প্রেমিকা।
প্রেমী (-মিন্) বিণ. প্রেমযুক্ত, অনুরক্ত।
Leave a Reply