প্রেত [ prēta ] বি. ভূত, অশরীরী; মৃতের আত্মা।
[সং. প্র + √ ই + ত]।
প্রেতকর্ম, প্রেতকার্য, প্রেতকৃত্য, প্রেতক্রিয়া বি. মৃতের দাহন ইত্যাদি অন্ত্যেষ্টিক্রিয়া।
প্রেততর্পণ বি. মৃতের তৃপ্তির জন্য জলদান।
প্রেতদেহ বি. মৃত্যুর পরে জীবের সূক্ষ্ম দেহ।
প্রেতনদী বি. বৈতরণী।
প্রেতপক্ষ বি. চান্দ্র আশ্বিনের কৃষ্ণপক্ষ-এই পক্ষে পরলোকগত পিতৃগণের তর্পণ করতে হয়।
প্রেতপিণ্ড বি. মৃতের উদ্দেশে পিণ্ডজল।
প্রেতপুরী, প্রেতলোক, বি. যমালয়, নরক।
প্রেতমূর্তি বি. প্রেতের আকৃতি বা প্রেতের মতো আকৃতি।
প্রেতযোনি বি. ভূত, পিশাচ।
প্রেতাত্মা (-ত্মন্) বি. 1 মৃতের আত্মা; 2 ভূত।
প্রেতাধিপ বি. যমরাজ।
প্রেতাশৌচ বি. শবদাহজনিত অশৌচ।
প্রেতিনী বি. (স্ত্রী.) (বাং.) পেতনি।
Leave a Reply