প্রেক্ষা [ prēkṣā ] বি.
1 দর্শন, পর্যবেক্ষণ;
2 পর্যালোচনা;
3 অভিনয় বা নৃত্য প্রদর্শন (প্রেক্ষাগৃহ)।
[সং. প্র + √ ঈক্ষ্ + অ + আ]।
প্রেক্ষাগার, প্রেক্ষাগৃহ বি.
1 রঙ্গালয়, নাট্যশালা বা সিনেমা-হল;
2 মানমন্দির, observatory.
প্রেক্ষাপট বি. দৃশ্যপট, কাছের বা দূরের দৃশ্য, পটভূমি, perspective.
Leave a Reply