প্রীতি [ prīti ] বি.
1 সন্তোষ, তৃপ্তি;
2 প্রেম, প্রণয়, ভালোবাসা, অনুরাগ;
3 আহ্লাদ;
4 বন্ধুত্ব।
[সং. √ প্রী + তি]।
প্রীতিউপহার বি. প্রীতির চিহ্নস্বরূপ উপহার।
প্রীতিভাজন বিণ. স্নেহাস্পদ; প্রণয়ের পাত্র।
প্রীতিভোজ, প্রীতিভোজন বি. আনন্দোত্সব উপলক্ষ্যে ভোজ।
প্রীতিসম্ভাষণ বি. প্রণয় স্নেহ বা বন্ধুত্বসূচক আলাপ বা সম্বোধন।
প্রীতিসম্মেলন বি. বন্ধুত্বমূলক মিলন বা সভা।
প্রীতিসূচক বিণ. প্রীতিজ্ঞাপক।
Leave a Reply