প্রার্থন, প্রার্থনা [ prārthana, prārthanā ] বি. আবেদন, যাচ্ঞা; দেবতা বা ঈশ্বরের কাছে আবেদন বা যাচ্ঞা।
[সং. প্র + √ অর্থ্ + অন, + আ]।
প্রার্থনীয়, প্রার্থয়ি-তব্য বিণ. প্রার্থনার যোগ্য; যাচনীয়, বাঞ্ছনীয়।
প্রার্থয়িতা (-র্তৃ), প্রার্থী (-র্থিন্) বিণ. প্রার্থনাকারী, যাচক।
স্ত্রী. প্রার্থিনী।
প্রার্থিত বিণ. যা প্রার্থনা করা হয়েছে, যাচিত।
Leave a Reply