প্রাপ্ত [ prāpta ] বিণ. পাওয়া গেছে এমন, লব্ধ (প্রাপ্তকাল, প্রাপ্তধন)।
[সং. প্র + √ আপ্ + ত]।
প্রাপ্তকাল বি. যার সময় হয়েছে; মুমূর্ষু, মৃত্যুমুখী।
প্রাপ্তবয়স্ক বিণ. পূর্ণ বয়স পেয়েছে এমন, বয়ঃপ্রাপ্ত, পূর্ণবয়স্ক; সাবালক।
প্রাপ্তব্য বিণ. প্রাপ্য, পাওয়া উচিত এমন।
প্রাপ্তব্যবহার বিণ. বিষয়কর্ম করার উপযুক্ত বয়স হয়েছে এমন, সাবালোক।
প্রাপ্তযৌবন বিণ. যৌবন লাভ করেছে এমন, পূর্ণবয়স্ক।
স্ত্রী. প্রাপ্তযৌবনা।
Leave a Reply