প্রাতঃ [ prātḥ ] (প্রাতর্) বি.
1 প্রভাত, সকালবেলা;
2 (আল.) সূচনা, শুরু।
[সং. প্র + √ অত্ + অর্]।
প্রাতঃকাল বি. প্রভাত, সকালবেলা।
প্রাতঃকালীন বিণ. প্রাতঃকালের; প্রাতঃকালসম্বন্ধীয়।
প্রাতঃকৃত্য, প্রাতঃক্রিয়া বি. মলমূত্রত্যাগ ইত্যাদি প্রাতঃকালীন কর্ম।
প্রাতঃপ্রণাম বি. প্রভাতকালীন অভিবাদন।
প্রাতঃভ্রমণ বি. সকালে মুক্তবায়ুতে বেড়ানো বা পায়চারি।
প্রাতঃসন্ধ্যা বি.
1 প্রত্যুষ রাত্রি ও প্রভাতের সন্ধিকাল;
2 সকালবেলায় করণীয় সন্ধ্যাআহ্নিক, জপ-তপ।
প্রাতঃস্নান বি. ভোরবেলায় স্নান।
প্রাতঃস্মরণীয় বিণ. প্রভাতে নিদ্রাভঙ্গের সঙ্গেসঙ্গেই স্মরণীয় অর্থাত্ অত্যন্ত পুণ্যকীর্তি (প্রাতঃস্মরণীয় মহাপুরুষ)।
Leave a Reply