প্রাণী [ prāṇī ] (-ণিন্) বি.
1 যার প্রাণ বা জীবন আছে, মানুষ পশু পাখি কীট-পতঙ্গ প্রভৃতি সচেতন জীব;
2 (বাং.) লোক (বাড়িতে দুটিমাত্র প্রাণী বাস করে);
3 (প্রা. বাং.) প্রাণ (‘কেমন করিছে প্রাণী’: চণ্ড়ী)।
[সং. প্রাণ + ইন্]।
প্রাণিজ বিণ. প্রাণিদেহ থেকে লব্ধ (প্রাণিজ প্রোটিন, প্রাণিজ খাদ্য)।
প্রাণীজগৎ, (বর্জি.) প্রাণি-জগত্ বি. জীবজগত্, সমস্ত প্রাণী।
প্রাণীতত্ত্ব, (বর্জি.) প্রাণিতত্ত্ব, প্রাণীবিদ্যা, (বর্জি.) প্রাণিবিদ্যা বি. জীবজন্তু-সম্বন্ধীয় বিজ্ঞান, zoology.
প্রাণীহত্যা, প্রাণীহিংসা বি. জীবজন্তু হত্যা করা।
Leave a Reply