প্রাচীন [ prācīna ] বিণ.
1 পুরোনো, পুরাতন (প্রাচীন যুগ, প্রাচীন ভারত);
2 বয়োবৃদ্ধ, সেকেলে (প্রাচীন মানুষ)।
[সং. প্রাচ্ + ঈন]।
বিণ. বি. (স্ত্রী.) প্রাচীনা।
প্রাচীনতা, প্রাচীনত্ব বি. পুরাতনের ভাব বা অবস্হা; আদিমতা; সাবেকত্ব, প্রবীণতা।
প্রাচীনপন্হী বিণ. পুরোনো বা সাবেক রীতি বা নিয়মের পক্ষপাতী।
Leave a Reply