প্রস্হ1 [ prasha1 ] বি.
1 দফা (দুই প্রস্হ দাবি);
2 একই প্রয়োজনে ব্যবহার্য বস্তুসমূহ (এক প্রস্হ নতুন পোশাক, এক প্রস্হ বাসন)।
[দেশি]।
প্রস্হ2 [ prasha2 ] বি.
1 চওড়ার মাপ (দৈর্ঘ্য ও প্রস্হ);
2 বিস্তার, পরিসর;
3 পর্বতের সানুদেশ (হিমাদ্রিপ্রস্হ);
4 সমতল ভূমি (ইন্দ্রপ্রস্হ)।
[সং. প্র + √ স্হা + অ]।
প্রস্হচ্ছেদ বি. (বিজ্ঞা.) cross-section.
প্রস্হদেশ বি. পর্বতের সানুদেশ।
Leave a Reply