প্রস্তুত [ prastuta ] বিণ.
1 তৈরি, নির্মিত (জিনিসটা বিদেশে প্রস্তুত);
2 সজ্জিত, তৈরি হয়ে রয়েছে এমন, উন্মুখ (যাবার জন্য প্রস্তুত);
3 সম্মত, রাজি (ক্ষমা চাইতে প্রস্তুত আছে);
4 আয়োজন সম্পূর্ণ হয়েছে বা করেছে এমন (কন্যাপক্ষ এখন প্রস্তুত)।
[সং. প্র + √ স্তু + ত]।
প্রস্তুতি বি.
1 আয়োজন বা উদ্যোগ;
2 প্রস্তুত বা তৈরি থাকার ভাব;
3 নির্মাণ।
প্রস্তুতি-পর্ব বি. আরম্ভ বা আরম্ভের আয়োজন, উদ্যোগ ইত্যাদি।
Leave a Reply