প্রসূ [ prasū ] বিণ. (সমাসে পরপদে) প্রসবকারিণী, উত্পাদনকারিণী (ফলপ্রসূ, বীরপ্রসূ, স্বর্ণপ্রসূ)।
☐ বি. জননী।
[সং. প্র + √ সূ + ক্বিপ্]।
প্রসূত বিণ.
1 সঞ্জাত (বিদ্বেষপ্রসূত);
2 উত্পন্ন;
3 গর্ভ থেকে ভূমিষ্ঠ (সদ্যোপসূত সন্তান)।
প্রসূতা বিণ. (স্ত্রী.)
1 উত্পন্না; ভূমিষ্ঠা;
2 সন্তান প্রসব করেছে এমন।
প্রসূতি বি. 1 প্রসবিনী, জননী; 2 (বিরল) উত্পত্তি, কারণ।
[সং. প্র + √ সূ + তি]।
Leave a Reply