প্রসাধন [ prasādhana ] বি.
1 অঙ্গসজ্জাসম্পাদন, অঙ্গশোভাবর্ধন;
2 অলংকরণ;
3 বেশবিন্যাস;
4 চিত্রণ;
5 সুষ্ঠুভাবে বা প্রকৃষ্টভাবে সম্পাদন;
6 অঙ্গরাগ, অঙ্গশোভার উপকরণ।
[সং. প্র + √ সাধ্ + অন]।
প্রসাধক বিণ. প্রসাধনকারী।
স্ত্রী. প্রসাধিকা।
প্রসাধনী বি.
1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য;
2 চিরুনি।
প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত।
Leave a Reply