প্রসাদ [ prasāda ] বি.
1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ);
2 অনুগ্রহ (গুরুর প্রসাদে);
3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ;
4 রচনার প্রাঞ্জলতাগুণ;
5 সৌম্যতা।
[সং. প্র + √ সদ্ + অ]।
প্রসাদগুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ।
প্রসাদন, প্রসাদনা বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান।
প্রসাদাত ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)।
প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন।
প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য।
Leave a Reply