প্রসব [ prasaba ] বি.
1 গর্ভমোচন, গর্ভস্হ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা);
2 উত্পাদন;
3 জন্ম, সৃষ্টি;
4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উত্পাদিত বস্তু (‘নমেরু প্রসব’)।
[সং. প্র + √ সূ + অ]।
প্রসবকাল বি. সন্তানের জন্মদান করার সময়।
প্রসবকালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)।
প্রসবদ্বার বি. গর্ভস্হ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ।
প্রসববেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা।
প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)।
স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী।
Leave a Reply