প্রসন্ন [ prasanna ] বিণ.
1 সন্তুষ্ট, হৃষ্ট (প্রসন্নচিত্ত);
2 অনুকূল, সদয় (দেবতাকে প্রসন্ন করা);
3 নির্মল (প্রসন্নসলিলা, ‘প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো’: রবীন্দ্র);
4 শান্ত ও প্রফুল্ল, উজ্জ্বল (প্রসন্ন মুখে, প্রসন্ন হাসি)।
[সং. প্র + √ সদ্ + ত]।
স্ত্রী. প্রসন্না।
বি. প্রসন্নতা।
Leave a Reply