প্রশ্ন [ praśna ] বি.
1 জিজ্ঞাসা, জানতে চাওয়া (প্রশ্ন করা);
2 জিজ্ঞাসিত বিষয় (দুরূহ প্রশ্ন);
3 সমস্যা (কী করব সেটাই প্রশ্ন)।
[সং. √ প্রচ্ছ্ + ন]।
প্রশ্নকর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে।
স্ত্রী. প্রশ্নকর্ত্রী।
প্রশ্নপত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ।
প্রশ্নমালা বি. প্রশ্নসমূহ।
প্রশ্নাতীত বিণ. প্রশ্নের বা সন্দেহের অতীত (তাঁর সততা প্রশ্নাতীত)।
প্রশ্নোত্তর বি. প্রশ্ন ও তার জবাব।
Leave a Reply