প্রলয় [ pralaẏa ] বি.
1 সৃষ্টিনাশ;
2 সম্পূর্ণ ধ্বংস;
3 সর্বনাশ (প্রলয়কাণ্ড, প্রলয়মূর্তি, প্রলয়ংকর);
4 (সং.) মূর্ছা।
[সং. প্র + লয়]।
প্রলয়ংকর, প্রলয়ঙ্কর বিণ. প্রলয়কারী।
স্ত্রী. প্রলয়ংকরী, প্রলয়ঙ্করী।
প্রলয়নাচন বি. শিবের রুদ্র রূপে সৃষ্টি নাশকারী নাচ (‘প্রলয়নাচন নাচলে যখন হে নটরাজ’: রবীন্দ্র)।
Leave a Reply