প্ররোচনা, প্ররোচন [ prarōcanā, prarōcana ] বি. (প্রধানত নিন্দায়) নিয়োজন, প্রবৃত্ত করা, উত্সাহদান, উসকানি, প্রেরণা (বন্ধুদের প্ররোচনায় একাজ করে ফেলেছে)।
[সং. প্র + √ রুচ্ + ণিচ্ + অন + আ]।
প্ররোচক বিণ. বি. যে প্ররোচনা বা উসকানি দেয়।
প্ররোচিত বিণ. প্ররোচনাপ্রাপ্ত, প্ররোচনা দেওয়া হয়েছে এমন (বন্ধুরাই তাকে একাজে প্ররোচিত করেছে)।
Leave a Reply