প্রয়োগ [ praẏōga ] বি.
1 নিয়োগ;
2 ব্যবহার (ওষুধ প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ);
3 উল্লেখ (শ্লোক প্রয়োগ);
4 দৃষ্টান্ত (শব্দাদির প্রয়োগ)।
[সং. প্র + √ যুজ্ + অ]।
প্রয়োগকৌশল বি.
1 প্রয়োগ বা ব্যবহারের কৌশল;
2 অভিনয়ের কৌশল।
প্রয়োগযোগ্য বিণ.
1 উল্লেখযোগ্য;
2 ব্যবহারযোগ্য।
প্রয়োগশালা বি. পরীক্ষাগার, ল্যাবরেটরি।
Leave a Reply