প্রমোদ [ pramōda ] বি.
1 আনন্দ;
2 আমোদ;
3 বিলাস (প্রমোদভবন, ‘প্রমোদে ঢালিয়া দিনু মন’: রবীন্দ্র)।
[সং. প্র + √ মুদ্ + অ]।
প্রমোদন বি. আনন্দদান।
☐ বিণ. আনন্দদায়ক।
প্রমোদভ্রমণ বি. আনন্দের জন্য ভ্রমণ।
প্রমোদিত বিণ. প্রমোদবিশিষ্ট; তুষ্ট; আমোদিত।
প্রমোদী (-দিন্) বিণ. আনন্দদায়ক।
Leave a Reply