প্রমিত [ pramita ] বিণ.
1 নিশ্চিত, নির্ধারিত;
2 জ্ঞানত;
3 প্রমাণিত;
4 পরিমিত (চার গজ প্রমিত, প্রমিতাক্ষরা বাণী)।
[সং. প্র + √ মা + ত]।
প্রমিতি বি.
1 পরিমাণ;
2 প্রমাণ, নিরূপিত বা নির্ধারিত করা, প্রতিপাদন (‘ব্রহ্মাণ্ডের কেন্দ্র প্রমিতি’: সু.দ.); 3 নিশ্চয়জ্ঞান।
প্রমিতীকরণ বি. নির্ধারিত করা, standardization.
Leave a Reply