প্রভু [ prabhu ] বি.
1 মনিব (প্রভুতক্ত ভৃত্য);
2 স্বামী;
3 ঈশ্বর (পার করো প্রভু);
4 মহাপুরুষ;
5 অতিপূজনীয় ব্যক্তি;
6 নেতা।
[সং. প্র + √ ভূ + অ]।
প্রভুতা, প্রভুত্ব বি. 1 প্রভুর বা মনিবের স্ত্রী।
প্রভুপাদ বি. বৈষ্ণবদের ধর্মগুরুর নামের আগে ব্যবহৃত উপাধিবিশেষ।
প্রভুভক্ত বিণ. মনিবের প্রতি অনুরক্ত।
বি. প্রভুভক্তি।
প্রভুশক্তি বি. রাজশক্তি; আধিপত্য; প্রভাব।
Leave a Reply