প্রবোধ [ prabōdha ] বি.
1 সান্ত্বনা, শোক-দুঃখ-উদ্বেগ প্রভৃতি দমনকারী বা উপশমকারী বাক্য, আশ্বাস (মন প্রবোধ মানে না);
2 জ্ঞান;
3 বিকাশ; জাগরণ।
[সং. প্র + √ বুধ্ + অ]।
প্রবোধন বি.
1 প্রবোধদান;
2 জাগরিত করা।
প্রবোধা ক্রি. (কাব্যে) প্রবোধ দেওয়া (প্রবোধিতে, প্রবোধিব)।
প্রবোধিত বিণ. প্রবোধপ্রাপ্ত।
Leave a Reply