প্রবাহ [ prabāha ] বি. স্রোত, ধারা, অবিরাম গতি (বায়ুপ্রবাহ, জলপ্রবাহ)।
[সং. প্র + √ বহ্ + অ]।
প্রবাহিত বিণ. প্রবাহযুক্ত; স্রোতের মতো বহমান।
স্ত্রী. প্রবাহিতা।
প্রবাহী (-হিন্) বিণ. প্রবাহযুক্ত; প্রবহমাণ।
প্রবাহিণী বিণ. (স্ত্রী) প্রবাহযুক্তা।
☐ বি. নদী।
Leave a Reply