প্রবাল [ prabāla ] বি.
1 সামুদ্রিক কীটবিশেষ থেকে জাত লালরঙের রত্ন, পলা;
2 উক্ত কীটের অস্হি (‘নীলের কোলে শ্যামল সে দ্বীপ, প্রবাল দিয়ে ঘেরা’: রবীন্দ্র);
3 কিশলয়, অঙ্কুর।
[সং. প্র + √ বল্ + অ]।
প্রবালকীট বি. সামুদ্রিক কীটবিশেষ।
প্রবালদ্বীপ বি. প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি দ্বীপ।
প্রবালপ্রাচীর বি. সমুদ্রের মধ্যে প্রবালকীটের অস্হি দিয়ে তৈরি প্রাচীর, coral reef.
প্রবালফল বি. রক্তচন্দন।
Leave a Reply