প্রবর্তন [ prabartana ] বি.
1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন);
2 আরম্ভ করা; শুরু বা সূচনা;
3 বিনিয়োগ।
[সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]।
প্রবর্তক বিণ. বি.
1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী;
2 প্রবৃত্তিদায়ক।
প্রবর্তনা বি.
1 প্রবর্তন;
2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা);
3 উত্তেজনা।
প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন।
প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী।
Leave a Reply