প্রধান [ pradhāna ] বিণ.
1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী);
2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)।
☐ বি.
1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান);
2 অমাত্য;
3 পরমেশ্বর;
4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)।
[সং. প্র + √ ধা + অন]।
বি. প্রধানতা, প্রাধান্য।
প্রধানত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে।
Leave a Reply