প্রাদেশিক [ prādēśika ] বিণ.
1 প্রদেশসম্বন্ধীয়;
2 প্রদেশজাত, প্রদেশে তৈরি, প্রদেশে উত্পন্ন;
3 দেশের অংশবিশেষে সীমাবদ্ধ (প্রাদেশিক শব্দ);
4 সমগ্র দেশে বিস্তৃত না হয়ে নিজ প্রদেশে নিবদ্ধ (প্রাদেশিক মনোভাব)।
[সং. প্রদেশ + ইক]।
প্রাদেশিকতা বি.
1 প্রাদেশিক বৈশিষ্ট্য;
2 ভাষার প্রাদেশিক বিকার;
3 নিজ প্রদেশের প্রতি অন্যায় পক্ষপাত এবং অপর প্রদেশের প্রতি বিদ্বেষ।
Leave a Reply