প্রদীপ [ pradīpa ] বি.
1 দীপ বাতি (আঁধার ঘরের প্রদীপ);
2 আলো (নিষ্প্রদীপ রাত্রি);
3 আলোকস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি (কুরুকুলপ্রদীপ)।
[সং. প্র + √ দীপ্ + অ]।
প্রদীপক বিণ. উজ্জ্বলকারী; উদ্দীপক; প্রকাশক।
প্রদীপন বি. উজ্জ্বলকরণ; উদ্দীপন; প্রকাশন।
প্রদীপ্ত বিণ. প্রখররূপে উজ্জ্বল (প্রদীপ অগ্নি, প্রদীপ্ত তেজ)।
প্রদীপ্তি বি.
1 প্রখর উজ্জ্বলতা (তীব্র আলোকের প্রদীপ্তিতে চোখ ধাঁধিয়ে গেল);
2 জ্বলন্ত অবস্হা।
Leave a Reply