প্রদর্শন [ pradarśana ] বি.
1 সম্যক দর্শন, ভালোভাবে দেখা, পর্যবেক্ষণ।
[সং. প্র + √ দৃশ্ + অন];
2 দর্শন করানো, দেখানো;
3 উল্লেখ করা।
[সং. প্র + √ দৃশ্ + ণিচ্ + অন]।
প্রদর্শনী বি. যেখানে বিভিন্ন বস্তু বা প্রাণী বা ক্রী়ড়া-কৌতুকাদি দেখানো হয়, exhibition.
প্রদর্শিত বিণ. দেখানো হয়েছে এমন।
Leave a Reply